গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। মোট মৃত্যুর সংখ্যা ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৩ জন ও মোট সুস্থ্য ৩৯ জন। স্বাস্থ্ যমন্ত্রনালয় ও আইইডিসিআরের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ১২৫১ জনের নমুনা সংগ্রহ ও ১৩৪০ জনের পরীক্ষা কর ১৩৯ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায়।
নতুন ৩ জন সুস্থ্যের মধ্য ২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্য ঢাকার রয়েছে ৫০% ও ঢাকা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা ৩৫%। আর ১৫% আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগের বাইরে।