সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাড়িয়ে গেছে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভয়াবহ সংকটে সারা বিশ্ব। ইতিমধ্য করোনা ভাইরাসের সংক্রমন সারা বিশ্বে অপ্রতিরোধ্যে গতিতে এগিয়ে চলেছে। কোনভাবেই এর গতিরোধ করা যাচ্ছে না। সবদিক থেকে বিশ্বের ক্ষমতাধর দেশগুলিতে এর প্রাদুর্ভাব আরও অনেক বেশী হারে চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালী, স্পেন, ফ্রান্স ও জার্মানিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করোনা তার অগ্রযাত্রা অব্যহত রেখেছে। সারাবিশ্ব এই ভাইরাসের প্রাদুর্ভাবে মহামারি আকার ধারন করেছে। রাজা-বাদশা, আমির-গরীব থেকে শুরু করে কাউকেই ছাড় দিচ্ছেনা এই মরনঘাতি ভাইরাস। সারাবিশ্বের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, বানিজ্য, কুটনীতি ও যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিশ্ব যেন ফিরে গেছে ১০০ বছর পিছনে। বিশ্ব নেতারা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অবস্থা যেমন ছিল এবারকার এই মহামারির কারনে বিশ্ব তার থেকেও খারাপ রুপধারন করবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭০০০০৪ জন ও মৃত্যুর সংখ্যা ১০২৭৪৩ জন । আক্রান্তের সংখ্যার দিক থেকে প্রথমে আছে যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। আর মৃত্যুর দিক থেকে এখনো এগিয়ে আছে ইতালী, তার পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যই মৃত্যুর সংখ্যার দিক থেকে ইতালীকে ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫০২৮৭৬ জন ও মৃত্যুবরন করেছে ১৮৭৪৭ জন। স্পেনে আক্রান্ত হয়েছে ১৫৮২৭৩ জন ও মৃত্যুবরন করেছে ১৬০৮১ জন। ইতালীতে আক্রান্ত হয়েছে ১৪৭৫৭৭ জন ও মৃত্যুবরন করেছে ১৮৮৪৯ জন। সারাবিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এখন পর্যন্ত এই ভাইরাস থেকে পরিত্রানের কোন ভেকসিন কিংবা ঔষধ আবিস্কার না হওয়ায় বিশ্ববাসী আতস্কে দিন কাটাচ্ছে।