নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনের পরিচয় মিলেছে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

৩ জনের একজন রায়পুরা থানার ডৌকারচর ইউনিয়নের ডৌকারচর গ্রামের এক নারী। তিনি নরসিংদী ১০০ শর্য্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মালি বা পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করেন। অপর আরেক জন একই থানার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের। অন্য জন পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার। শেষের দুইজন নারায়নগঞ্জে চাকরী করেন। বুধবারই নরসিংদী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।


ডৌকারচরের একটি গ্রাম, শাহপুর গ্রামসহ আশেপাশের ৫টি গ্রাম এবং পলাশের ইসলামপাড়া গ্রামটি লকডাউন করা হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। উল্লেখিত গ্রামগুলিতে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অপরদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নরসিংদী জেলায় লকডাউন চলছে বৃহস্পতিবার থেকে।