আজ (শুক্রবার) সারাদিনের গুরুত্বপূর্ণ খবর
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরন করেছে ৬ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৪২৪ জন ও ২৭ জন। নতুন আক্রান্ত ৯৪ জনের মধ্য শুধু ঢাকার রয়েছে ৩৭ জন, নারায়নগঞ্জের ১৫ জন ও বাকিগুলি দেশের অন্যান্য স্থানের।
করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সাধারন ছুটি বাড়িয়ে ২৫ শে এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এই সময়ে জরুরী সেবা ছাড়া দেশের সকল সরকারী ও বেসরকারী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রনালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ২৫শে এপ্রিল পর্যন্ত পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সময়ে সারাদেশে সীমিতভাবে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
আজ কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের আরও কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে। জনসাধারণের মধ্য সচেতনতা তৈরী ও কারন ছাড়া চলাচল নিয়ন্ত্রন করতে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের থেকে বেশী তৎপর চালিয়ে যাচ্ছে।
এদিকে ত্রান তৎপরতা নিয়ে দুর্নীতি ঠেকাতে দুদক মাঠে থাকার ঘোষনা দিয়েছে। যার ফলে ত্রান নিয়ে কেউ দুর্নীতি করলে সরাসরি দুদক ব্যবস্থা নিবে। এদিকে ত্রান নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আবারও হুশিয়ারী দেওয়া হয়েছে।
বিজেএমইএ ও বিকেএমইএ তাদের কারখানা সমূহ ২৫শে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছে। তবে যে সমস্ত কারখানায় পিপিই এর অর্ডার আছে সেই কারখানাগুলি খোলা থাকবে।
দেশের বাইরে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৫ জন বাংলাদেশী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে ৬ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে মোট ১০৫ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪ জন ব্রিটিশ বাংলাদেশী মৃত্যুবরন করেছে। ইতালীতে আজ দুইজনসহ মোট ৬ জন বাংলাদেশী করোনা ভাইরাসে মৃত্যুবরন করেছে। এ ছাড়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও বাংলাদেশীদের আক্রান্ত ও মৃতুর খবর আসছে।
সারা বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৬২১৩৪৮ জন ও মৃত্যুর সংখ্যা ৯৭১৮০ জন। আক্রান্তের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশী রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬৮৮৯৫ জন ও মৃত্যুবরন করেছে ১৬৬৯৭ জন। আক্রান্তের দিক থেকে এর পরেই রয়েছে স্পেন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১৫৭০২২ জন ও মৃত্যুবরন করেছে মোট ১৫৮৪৩ জন। মৃত্যুর দিক থেকে প্রথম স্থানে রয়েছে ইতালী। দেশটিতে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ১৪৩৬২৬ জন ও ১৮২৭৯ জন।