দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৩০ জন
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১১২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৩০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২১ জন। গত ২৪ ঘন্টায় ১০৯৭টি নমুনা পরীক্ষা করে নতুন ১১২ জনের মধ্য করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়। এর মধ্য ঢাকায় করোনা ভাইরাস টেস্ট হয়েছে ৬১৮টি ও ঢাকার বাইরের টেস্ট সেন্টারগুলিতে টেস্ট হয়েছে ৪৭৯টি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ এক ব্রিফিংয়ে এই তথ্যগুলি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য মন্ত্রনালয়।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের ব্রিফিংয়ের সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখেন ত্রান, দুর্যোগ ব্যবস্থপনা ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ঢাক্তার এনামুল হক। তার সাথে ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতাল সমিতির সভাপতি জনাব মুবিন খান,আনোয়ার খান মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার খান, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও মেডিকেল কলেজের চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা সরকার ও জনগনকে আসস্ত করেন যে করোনা ভাইরাস সংক্রমনের এই ক্লান্তিকালে দেশের ৬৯টি মেডিকেল কলেজ ও হাসপাতাল জনগনকে আগের মতই নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা দিয়ে যাবে ও এই সংকটের সময় তারা জনগনের পাশে থাকবে। উল্লেখ্য দেশের এই ৬৯টি বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় ২০ হাজার চিকিৎসক রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমন থেকে নিজ, পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হতে পরামর্শ দিয়েছেন তারা।