নরসিংদী জেলাকে অবরুদ্ধ ঘোষনা করা হয়েছে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

নরসিংদী জেলাকে লকডাউন বা অবরুদ্ধ ঘোষনা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে ও পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত তা চলবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জেলা কমিটির সিদ্ধান্তক্রমে আজই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দেশের অন্যান্য জেলা কিংবা পাশের জেলাসমুহ থেকে নরসিংদীতে কেউ প্রবেশ করতে পারবে না এবং এই জেলা থেকেও কেউ পাশের কিংবা অন্য জেলায় যেতে পারবে না। দিনে রাতে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী সেবাসমুহ ও জরুরী কাজে ব্যবহৃত যানবাহন চলাচল যথারীতি চালু থাকবে। বিভিন্ন জেলা থেকে এই জেলার প্রবেশমুখগুলি বন্ধ করে দিয়ে চলাচল নিয়ন্ত্রন করা হবে। এতে যে কোন ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। উল্লেখ্য যে নরসিংদী জেলার চারপাশে নারায়নগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর ও কিশোরগঞ্জ এই চারটি জেলা রয়েছে।

নরসিংদীর সিভিল সার্জন জহিরুল ইসলাম টিটন জানান, নরসিংদী জেলায় ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ও হোম কোয়ারেন্টাইনে আছেন ২২১ জন।