গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। অপরদিকে একই সময়ে ৩ জন মৃত্যুবরন করেছে। মোট আক্রান্তের সংখ্যা এখন ২১৮ জন ও মোট মৃত্যুর সংখ্যা ২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ সুস্থ্য হয়নি। এই তথ্যগুলি জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। গত ২৪ ঘন্টায় ৯৮১ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জন আক্রান্ত পাওয়া যায়। আক্রান্তদের মধ্য ৩৩ জন পুরুষ ও ২১ জন মহিলা।
৯৮১টি নমুনার মধ্য ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা করা হয় ৫৬৩টি ও ঢাকার বাইরের পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা করা হয় ৪২৫টি। নতুন করে আক্রান্তদের মধ ঢাকায় ৩৯ জন ও ঢাকার বাইরের ১৫ জন রয়েছে। প্রতি দিনের ডাটা বিশ্লেষন করে দেখা যাচ্ছে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।