দেশ বিদেশের করোনা ভাইরাস আক্রান্তের খবর
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
এই রিপোর্ট লেখা পর্যন্ত সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩১২৪৯৩ জন ও মৃত্যুবরন করেছে ৭২৬৩৬ জন। এর মধ্য সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৭৫০৬৮ জন ও ক্রিটিকেল অবস্থায় আছে ৪৬২১৫ জন। রাত পোহালেই এই সংখ্যা আরও দীর্ঘ হবে, আসবে আরও অনেক খারাপ খবর। এদিকে দেশে মোট ১২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৬৮টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের মধ্য করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের ও মোট মৃত্যুর সংখ্যা এখন ১২ জন। নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্য ১২ জনই রয়েছেন নারায়নগঞ্জের। মোট ১২৩ জন আক্রান্তের মধ্য আবার ৬৪ জন আছেন শুধু ঢাকারই।
আমেরিকায় এই পর্যন্ত ৭৯ জন বাংলাদেশী মারা গেছেন। এর মধ্য গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫ জন। অপরদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন ব্রিটিশ বাংলাদেশী। স্পেনেও আজ ২ জনসহ ৩ জন বাংলাদেশী মারা গেছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মৃতদের মধ্য আছেন ওই দেশে বাংলাদেশ সোসাইটির প্রধান কামাল আহমেদ।
নিন্মে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কয়েকটি দেশের করোনা ভাইরাসে মোট আক্রান্ত, মৃত্যু ও সুস্থ্যতা লাভ করার পরিসংখ্যান দেওয়া হলঃ
দেশের নাম | আক্রান্তের সংখ্যা | মৃতের সংখ্যা | সুস্থ্য হয়েছে তার সংখ্যা |
বিশ্ব | ১৩১২৪৯৩ | ৭২৬৩৬ | ২৭৫০৬৮ |
যুক্তরাষ্ট্র | ৩৪৯৯৯২ | ১০৩২৭ | ১৯২২৬ |
স্পেন | ১৩৫০৩২ | ১৩১৬৯ | ৪০৪৩৭ |
ইতালী | ১৩২৫৪৭ | ১৬৫২৩ | ২২৮৩৭ |
জার্মানি | ১০১০৮৯ | ১৬১২ | ২৮৭০০ |
ফ্রান্স | ৯২৮৩৯ | ৮০৭৮ | ১৬১৮৩ |
চীন | ৮১৭০৮ | ৩৩৩১ | ৭৭০৭৮ |
ইরান | ৬০৫০০ | ৩৭৩৯ | ২৪২৩৬ |
যুক্তরাজ্য | ৫১৬০৮ | ৫৩৭৩ | ১৩৫ |
ভারত | ৪৬৯৩ | ১২৯ | ৩৪৬ |
পাকিস্তান | ৩৬৬২ | ৫২ | ২৫৯ |
সৌদি আরব | ২৫২৩ | ৩৮ | ৫৫১ |
কুয়েত | ৬৬৫ | ১ | ১০৩ |
বাংলাদেশ | ১২৩ | ১২ | ৩৩ |
শ্রীলংকা | ১৭৮ | ৫ | ৩৮ |
নেপাল | ৯ | ১ |