দেশে নতুন করে আরও ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরন করেছে আরও ৫জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬৪ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৭ জন। ৭৯২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে নতুন এই ৪১ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়। নতুন আক্রান্তদের মধ্য শুধু ঢাকারই রয়েছেন ২০ জন ও নারায়নগঞ্জের ১৫ জন। বাকিরা অন্যান্য জেলার। নতুন মৃত ৫ জনের মধ্য ৪ জন পুরুষো ও ১ জন মহিলা। এই ৫ জনের মধ্য ২ জন ঢাকার ও ৩ জন ঢাকার বাহিরের।

গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ সুস্থ্য হয় নাই। ফলে মোট সুস্থ্যের সংখ্যা ৩৩ জনই রয়ে গেল। এদিকে প্রধানমন্ত্রী আজ এক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জানিয়েছেন পুরো এপ্রিল মাসই বাংলাদেশের জন্য হবে ভয়ংকর। যে সমস্ত চিকিৎসক ও কর্মীরা এই সময়ে দেশবাসীর পাশে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত ও অন্যান্য রোগীদের সেবা চালিয়ে যাবে তাদেরকে পরবর্তী সময়ে যথাযথভাবে পুরস্কৃত করা হবে। আর যারা এই ক্লান্তিকালে সেবা দেওয়া থেকে বিরত থাকবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে প্রধানমন্ত্রী হুশিয়ারী দিয়েছেন।