ঢাকার ১২টি এলাকাকে নতুন করে লকডাউন করা হয়েছে
ঢাকায় ১২টি এলাকা লকডাউন করা হয়েছে। এলাকাগুলি হল পুরান ঢাকা, মোহাম্মদপুর, আদাবর, বছিলা, বাড্ডা ও বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন রাস্তা ও ভবন। লালবাগের বড় ভাট মসজিদ এলাকায় পাঁচটি বাড়ি এবং নবাবগঞ্জ এলাকার ক্রিসেন্ট ক্লাব গলি লকডাউন করা হয়েছে। পুরান ঢাকার খাজা দেওয়ান লেনে দুটি রাস্তা লকডাউন করা হয়েছে। সিদ্দিক বাজারের একটি মার্কেট লকডাউন করা হয়েছে। এই মার্কেট ভবনের ওপরে ৪০টি আবাসিক ফ্লাট রয়েছে। মোহাম্মদপুর এবং আদাবরের ৬টি এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার রৌশনুল হক সৈকত। কৃষি মার্কেটের সামনে, তাজমহল রোড মিনার মসজিদ এলাকা, রাজিয়া সুলতানা রোড, বাবর রোড, বছিলা ও আদাবর এলাকার কয়েকটি বাড়ি ও রাস্তা লকড ডাউনের মধ্য আছে। এ ছাড়া বসুন্দরা আবাসিক এলাকা ও উত্তর বাড্ডার কয়েকটি বাড়ি ও রাস্তা লকডাউন করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
উপরোক্ত এলাকাগুলিতে এক বা একাধিক করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যাওয়ায় এলাকাগুলি লকডাউন করা হয়েছে। এই এলাকাগুলি থেকে কোন লোককে বাহিরে অথবা বাহির থেকে উক্ত এলাকগুলিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর আগে রাজধানীর মিরপুরের টোল্লারবাগ ও বাসাবোর কিছু এলাকা লকডাউন করা হয়েছিল। উল্লেখ্য প্রধানমন্ত্রী যেখানেই করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যাবে সেই এলাকাকে লকডাউন করার জন্য নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।