কুয়েতে গত ২৪ ঘন্টায় ১০৯ জন আক্রান্তের মধ্য ৬ জন বাংলাদেশী
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
কুয়েত থেকে সাদেক সাখাওয়াত হোসেন
মধ্যপ্রাচ্যের ছোট্র দেশ কুয়েতে গত ২৪ ঘন্টায় ১০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্য ৬ জন বাংলাদেশী রয়েছে। দেশটিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৬৬৫ জন আক্রান্ত হয়েছে ও মৃত্যুবরন করেছে ১ জন। নতুন আক্রান্ত ১০৯ জনের মধ্য ৬ জন বাংলাদেশী ছাড়াও রয়েছে ৭৯ জন ভারতীয়, ৬ জন মিশরী, ৬ জন ইরানী, ৩ জন পাকিস্তানি ও ১ জন ফিলিপিনো। এরা সকলেই পূর্বে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সংক্রমিত হয়েছে। বাকি ৮ জন সম্প্রতি ইউকে, ইউএসএ ও স্পেন ভ্রমন করে এসেছেন।
গত ২৪ ঘন্টায় দেশটিতে ৪ জন সুস্থ্য হয়েছে ও এই নিয়ে মোট সুস্থ্যর সংখ্যা ১০৩ জন । বাকিরা চিকিৎসাধীন আছেন ও এর মধ্য ২০ জন আইসিইউতে আছেন। কুয়েতি স্বাস্থ্যমন্ত্রী শেখ বাসিল আল সাবাহ বরাতে এই তথ্য দিয়েছে গালফ নিউজ। দেশটিতে গত ২১শে মার্চ থেকেই বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ চলছে। দেশটিতে সাধারন ছুটি আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২৫শে এপ্রিল পর্যন্ত করা হয়েছে। সোমবার থেকে দুই সপ্তাহের জন্য দেশটির কয়েকটি অঞ্চল লকডাউন করা হয়েছে। অঞ্চলগুলি হল জালিব আল সুইখ,ও মাহবুলা।