২৪ ঘন্টায় আরও ২৯ জন আক্রান্ত, মৃত্যু আরও ৪ জনের

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে ৪ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এই নিয়ে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়াল যথাক্রমে ১১৭ জন ও ১৩ জনে। আজ স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়েছেন। নতুন করে মৃত্যুবরন করা ৪ জনের মধ্য ১ জন দুর্নীতি দমন কমিশনের পরিচালকও রয়েছেন। রাজধানীর এলিফেন্ট রোডে তার বাসা বলে জানা গেছে। তার স্ত্রী ও সন্তানরা কোয়ারেন্টাইনে নিজ বাসায় রয়েছে। গত ৩০শে মার্চ করোনা শনাক্ত হওয়ায় তিনি রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তিনি মারা যান। এই কর্মকর্তার সংস্পর্শে ছিলেন এমন ১২ জনকে কর্মকর্তা ও কর্মচারীকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

এদিকে ঢাকা থেকে ঢাকার বাহিরে যাওয়ার ও ঢাকায় প্রবেশ করার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর বাবুবাজার ও পোস্তখোলা ব্রিজে গতকাল থেকেই বেরিকেড বসানো হয়েছে। উপযুক্ত কারন ছাড়া কেউ ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে বাহিরে যেতে পারছেন না। বেরিকেড পয়েন্টে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর আমিন বাজার, আদদুল্লাহপুর ও যাত্রাবাড়িতেও দেওয়া হয়েছে বেরিকেড। রাজধানীর ভিতরেও আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় চলাচলরত জনসাধারনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। যারা বিনা কারনে গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করছে তাদেরকে জরিমানা করা হচ্ছে। তবে নানা করন দেখিয়ে আজও মানুষ রাজধানী থেকে বাইরে এবং বাহির থেকে রাজধানীতে আসতে দেখা গেছে। তবে সকলকেই পুলিশের জিজ্ঞাসাবাদের সন্মূখীন হতে হচ্ছে।