দেশে নতুন করে আরও ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

নতুন করে আরও ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের মধ্য করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন। নতুন করে ১ জন মৃত্যুবরন করেছে ও এই নিয়ে মোট মৃত্যু ৯ জন। নতুন মৃত্যুবরন করা ব্যক্তির বাড়ি নারায়নগঞ্জে ও তিনি এক জন হুশিয়ারী ব্যবসায়ী। গত ২৪ ঘন্টায় ৩ জন সুস্থ্য হয়েছে এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৩৩ জন। আর এখন চিকিৎসাধীন আছেন ৪৬ জন।

নতুন আক্রান্তদের মধ্য ১২ জনই ঢাকার ও বাকি ৬ জন ঢাকার বাইরের। এর মধ্য ১৫ জন পুরুষ ও ৩ জন মহিলা। স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্যমন্ত্রী আজ এক ব্রিফিংয়ে উপরোক্ত তথ্যগুলি জানিয়েছেন। মোট আক্রান্ত ৮৮ জনের মধ্য নারায়নগঞ্জের রয়েছে ১১ জন, রাজধানীর মিরপুরের রয়েছে ১১ জন ও রাজধানীর বাসাবোর রয়েছে ৯ জন। রাজধানীর ৯টিসহ দেশে মোট ১৪টি কেন্দ্রে করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। তবে অনেকগুলি কেন্দ্রে সংশ্লিষ্টরা যথাযথভাবে পরীক্ষা করে সেই রিপোর্ট যথাযথভাবে আইইডিসিআরে পাঠাতে পারছেন না। দেশে ৫টি করোনা ভাইরাস আক্রান্ত ক্লাস্টার রয়েছে এবং এগুলি হল নারায়নগঞ্জ, মাদারীপুর, গাইবান্ধা ও রাজধানীর বাসাবো ও টোলারবাগ।