এই সময়ে ঘরে থাকুন, ঘরেই থাকুন
সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১০০০১৭৭ জন ও মৃত্যুর সংখ্যা ৫১৩৫৬ জন। এই পর্যন্ত ১০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস। শুধু মাত্র যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে ২৪৫৭৩৭ জন ও মৃত্যুবরন করেছে ৫৬২০ জন। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২০৭৪৪ জন। ইতালী ও স্পেনে মৃত্যুর মিছিল থেমে নেই। ইতালীতে আক্রান্ত হয়েছে ১১৫২৪২ জন ও এর মধ্য মৃত্যু হয়েছে ১৩৯১৫। স্পেনে আক্রান্তের সংখ্যা ১১০২৩৮ জন ও দেশটিতে মৃত্যু হয়েছে ১০০৯৬ জন। ইউরোপের অন্য দেশগুলিতেও আক্রান্ত ও মৃত্যুর মিছিল থেমে নেই। ভারতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৩৪১ ও ইতিমধ্য মৃত্যুবরন করেছে ৬৮ জন।
দেশে নতুন করে ২ জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। ১৪১ জনের নমুনা পরীক্ষা করে এই ২ জন আক্রান্ত পাওয়া গেছে। বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে ৫৬ জন, মৃত্যুবরন করেছে ৬ জন ও সুস্থ্য হয়েছে ২৫ জন। এদিকে দেশের সকল হাসপাতালেই পিপিই ও অন্যান্য সুরক্ষা উপকরন পৌছে গেছে। ইতিমধ্য সাড়ে ৩ লক্ষ পিপিই বিতরন করা হয়েছে। করোনা পরীক্ষায় এখন সারাদেশে ১০টি ল্যাব চালু রয়েছে। সেনাবাহিনী আজ সারাদেশেই সামাজিক দুরত্ব বজায় রাখতে ও মানুষের অযথা বিচরন বন্ধ করতে তৎপরতা চালিয়েছে এবং তা পর্যায়ক্রমে আরও তীব্র করবে বলে জানিয়েছে।