করোনা ভাইরাস সংক্রমনে তাপমাত্রার প্রভাব আছে কি?

করোনা ভাইরাস সংক্রমনে তাপমাত্রার প্রভাব নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন তাপমাত্রা করোনা ভাইরাস সংক্রমনে প্রভাব ফেলে। আবার অন্যেরা বলছেন করোনা ভাইরাস সংক্রমনে তাপমাত্রার প্রভাব নাই। নিন্মে বিভিন্ন দেশের তাপমাত্রা, করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, সুস্থ্যতার সংখ্যা, ক্রিটিকেল সংখ্যা ও প্রতি ১০ লক্ষে কতজন আক্রান্ত ও মৃত্যু হয়েছে তার সংখ্যা দেওয়া হয়েছে। এই তথ্যগুলি সর্বশেষ অর্থাৎ বৃহস্পতিবার রাত ১০টায় নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের আজকের তাপমাত্রা দেওয়া হয়েছে।

দেশ ও অঞ্চলতাপমাত্রামোট আক্রান্তমোট মৃত্যুমোট সুস্থ্যচিকিৎসাধীনসংকটজনকপ্রতি ১০ লক্ষে আক্রান্তপ্রতি দশ লক্ষে মৃত্যু
         
World 963,33949,199203,274710,86636,225123.66.3
USA6-16oC216,7225,1408,904202,6785,00565516
Italy3-14oC110,57413,15516,84780,5724,0351,829218
Spain3-14oC110,23810,00326,74373,4926,0922,358214
China8-25oC81,5893,31876,4081,863429572
Germany4-11oC80,64196219,17560,5043,40896211
France6-11oC56,9894,03210,93542,0226,01787362
Iran10-20oC50,4683,16016,71130,5973,95660138
UK4-13oC33,7182,92113530,66216349743
Switzerland1-15oC18,2675054,01313,7493482,11158
Turkey6-9oC15,67927733315,0699791863
Belgium4-11oC15,3481,0112,49511,8421,1441,32487
Netherlands4-11oC14,6971,33925013,1081,05385878
Austria12-23oC10,9961581,7499,0892271,22118
S. Korea5-16oC9,9761695,8283,979551953
Canada2-12oC9,7311291,7367,8661202583
Portugal8-19oC9,034209688,75723088620
Brazil22-31oC7,0112501276,634296331
Israel12-21oC6,360332896,0381077354
Sweden1-9oC5,4662821035,08142954128
India26-35oC2,032581501,82410.04
Bangladesh22-37oC566252510.30.04
Sri Lanka25-32oC151321127570.01
Nepal11-26oC6 150.2
Myanmar23-37oC161150.30.02

উপরোক্ত ডাটা থেকে দেখা যায় এখন পর্যন্ত যে সমস্ত দেশ করোনা ভাইরাসে বেশী আক্রান্ত সেই সমস্ত দেশগুলির তাপমাত্রা অনেক কম। অপরদিকে যে সমস্ত দেশের তাপমাত্রা বেশী সেই দেশগুলিতে আক্রান্তের হার অনেক কম। কাজেই বলা যেতে পারে তাপমাত্রা করোনা ভাইরাস বিস্তারে প্রভাব বিস্তার করে থাকতে পারে। আর এই বিষয়টিই এখন বাংলাদেশসহ দক্ষিন এশিয়ার সাপেবর। আর তার ওপরে আছেন মহান রাব্বুল আলামিন। আর করোনার বিস্তার রোধ ও এর থেকে বাঁচতে নিজেকে ঘরের ভিতরে রাখা ছাড়া কোন উপায় নাই। সকলকে এই বিষয়ে দেওয়া পরামর্শগুলি মেনে চলতে হবে।