গত ২৪ ঘন্টায় ২ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

পর পর দুই দিন দেশে নতুন কোন করোনা ভাইরাসে আক্রান্তের খবর না পাওয়ার পর গত ২৪ ঘন্টায় ২ জনের মধ্য করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। নতুন করে আর কেউ মৃত্যুবরন করেনি, ফলে মোট মৃত্যুর সংখ্যা ৫ জনই আছে। নতুন ২ জন নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৫১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৬ জন । মোট সুস্থ্য হয়েছে ২৫ জন ও ২১ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘন্টায় ১৪০ জনের করোনা ভাইরাসের উপুস্থিতি পরীক্ষা করে ২ জনের মধ্য অস্তিত্ব পাওয়া গেছে। এই পর্যন্ত ১৬০২ জনের করোনা ভাইরাস টেস্ট হয়েছে। নতুন আক্রান্ত একজন সম্প্রতি সৌদি আরব থেকে এসেছেন ও অপর জনের সোর্স জানা যায়নি। এদের বয়স যথাক্রমে ৫৫ ও ৫৭ ও দুজনই পুরুষ। আইইইডিসিআরের পরিচালক সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার বিকালে এক ব্রিফিংয়ে এই সমস্ত তথ্য জানিয়েছেন।

সেব্রিনা জানান, ঢাকায় ৭টিসহ সারাদেশে এখন ১০টি করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্র চালু আছে। আরও ১৮টি পরীক্ষা কেন্দ্র পর্যায়ক্রমে তৈরী করা হবে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হওয়া ৬ জনের মধ্য ৫ জন পুরুষ ও ১ জন নার্স রয়েছেন। আইসোলেশনে আছে ৭৫ জন ও ৩৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।