গত ২৪ ঘন্টায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত ও ৪ জন সুস্থ্য হয়েছে
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
গত ২৪ ঘন্টায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ও এই সময়ে সুস্থ্য হয়েছে ৪ জন। ফলে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। মোট সুস্থ্য হয়েছেন ১৯ জন ও মৃত্যুবরন অরেছেন ৫ জন ও ২৫ জন চিকিৎসাধীন আছেন। নতুন করে আক্রান্ত হয়েছে ২০ বছরের এক তরুনী, নতুন করে সুস্থ্য হওয়া ৪ জনের মধ্য ১ জন ডাক্তার ও ১ জন নার্সও রয়েছেন। আজ মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে সংস্থাটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৭২৩৭১৬ জন ও এ পর্যন্ত মৃত্যুবরন করেছে ৩৪০০০ জন। এই সময়ের মধ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫১৮২৪ জন ও চিকিৎসাধীন আছেন ৫৩৭৮৯২ জন। আক্রান্তের দিক থেকে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র, দেশটিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪২৭৩৫ জন ও এর মধ্য মৃত্যুবরন করেছে ২৪৮৯ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকে ইতালী রয়েছে প্রথম স্থানে, দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৭৬৮৯ জন ও মৃত্যুবরন করেছে ১০৭৭৯ জন। মৃত্যুর দিক থেকে ৩য় অবস্থানে আছে স্পেন, এখানে মোট আক্রান্ত হয়েছে ৮০১১০ জন ও এর মধ্য মৃত্যুবরন করেছে ৬৮০৩ জন।