গত ২৪ ঘন্টাও দেশে নতুন কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

গত ২৪ ঘন্টায়ও দেশে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন কোন রোগী শনাক্ত হয়নি। এই সময়ের মধ্য ১০৯ জনের করোনা ভাইরাস আছে কিন না টেস্ট করা হয়েছিল। মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জনই আছে। এর মধ্য সুস্থ্য হয়েছে ১৫ জন, মৃত্যুবরন করেছে ৫ জন ও চিকিৎসাধীন আছেন ২৮ জনই।দেশে কোয়ারেন্টাইনে আছে ২৪ হাজারের ওপরে ও হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৫ হাজার। আজ আইইডিসিআরের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে।

দেশে ৪৫ হাজার করোনা ভাইরাস টেস্ট কীট মজুদ আছে, আরো ৮৫ হাজার অর্ডার করা হয়েছে, পর্যাপ্ত পরিমান পিপিই সরবরাহ করা হয়েছে বিভিন্ন সরকারী হাসপাতালে। পর্যায়ক্রমে দেশের সমস্ত সরকারী হাসপাতালে পিপিই পৌছে দেওয়া হচ্ছে। ইতিমধ্য ৩ লক্ষ পিপিই বিতরন করা হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে ২৫০টি ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে ও আরও ৩৫০টি পাইপ লাইনে আছে। আজ এক ভার্‌চ্যুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই তথ্যগুলি জানিয়েছেন।