করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র এখন শীর্ষে রয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮৫৫৯৪ জন ও ইতিমধ্যে মৃত্যুবরন করেছে ১৩০০ জনের ওপরে। এর পরেই রয়েছে চীনের অবস্থান যেখানে আক্রান্ত হয়েছে ৮১৩৪০ জন ও মৃত্যবরন করেছে ৩২৯২ জন। আর তৃতীয় স্থানে আছে ইতালী যেখানে আক্রান্ত হয়েছে ৮০৫৮৯ জন ও মৃতের সংখ্যা ৮২১৫ জন। এর পরেই রয়েছে যথাক্রমে স্পেন, জার্মানি, ইরান ও ফ্রাঞ্চ। সংক্রমনের যে ট্রেন্ড তাতে দেখা যায় আর কয়েক ঘন্টার মধ্যই চীনকে পিছনে ফেলে আক্রান্তের দিক থেকে ২য় স্থানে চলে যাবে ইতালী। আর এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মৃত্যুবরন করেছে ইতালীতেই।

সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩২২৫৭ জনে, মৃত্যুবরন করেছে ২৪০৮৯ জন ও এর মধ্য সুস্থ্য হয়েছে ১২৪৩৩২ জন। দেশে মোট ৪৪ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত। এর মধ্য মৃত্যু হয়েছে ৫ জনের, ১১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ও ২৮ জন চিকিৎসাধীন আছেন। এদিকে করোনা ভাইরাস সংক্রমনের পরিস্থিতিতে রাজধানীর দুই সিটির মেয়রই রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে কীটনাশক স্প্রে করছেন। এটি চলমান থাকবে।