চায়নার দেওয়া করোনা ভাইরাস চিকিৎসা সামগ্রীর প্রথম চালান দেশে পৌছেছে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ
দেশে করোনা ভাইরাসে সংক্রমন শনাক্ত ও চিকিৎসকদের সুরক্ষার জন্য চায়নার দেওয়া চিকিৎসা সামগ্রীর প্রথম চালান দেশে পৌছেছে। বিশেষ একটি বিমানে করে চায়না থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আজ বিকালে এই সামগ্রীগুলি আসে। শাহজালাল বিমান বন্দরে বাংলাদেশস্থ চীনের রাষ্ট্রদূত স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিজির কাছে এই সামগ্রীগুলি হস্তান্তর করে। এর মধ্য রয়েছে ১০ হাজার করোনা ভাইররাস সনাক্তকরন কিট, ১০ হাজার পিপিই ও ১ হাজার থার্মোমিটার। উল্লেখ্য এটি চীনের পাঠানো করোনা ভাইরাস সংক্রান্ত সামগ্রীর প্রথম চালান। পর্যায়ক্রমে আরও চিকিৎসা সামগ্রী পাঠাবে চীন।

দেশেও চট্রগ্রামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠান ইতিমধ্য চিকিৎসকদের জন্য সুরক্ষা পোষাক বা পিপিই প্রস্তুত শুরু করেছে। যা ইতিমধ্যই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রেরন করা হয়েছে। ফলে করোনা ভাইরাস শনাক্তকরন কিটের যে অভাব ও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে শংকা ছিল তা আপাতত দূর হয়েছে। এছাড়া আইইডিসিআর ব্যতীত ঢাকার আরও ৩টি স্থানে করোনা ভাইরাস সনাক্তকরন ল্যব স্থাপন করা হয়েছে। দেশের প্রতিটি বিভাগে ১টি করে এই ল্যাব স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। উল্লেখ্য দেশে মোট ৪৪ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত। এর মধ্য মৃত্যু হয়েছে ৫ জনের, ১১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ও ২৮ জন চিকিৎসাধীন আছেন। এদিকে করোনা ভাইরাস সংক্রমনের পরিস্থিতিতে রাজধানীর দুই সিটির মেয়রই রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে কীটনাশক ছিটাচ্ছেন।