গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আর কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

এই সময়ে ১ জনের মৃত্যু হয়েছে ও ২ জন সুস্থ্য হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে ও সুস্থ্য হয়েছেন ৭ জন। আর মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯ জনই রয়েছে। এর মধ্য ২৭ জন এখন চিকিৎসাধীন আছেন। এই তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি আরও জানিয়েছেন আইসোলেশনে আছেন ৪৭ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৭ জন। এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বেসামরিক প্রশাসনের সাথে সেনাবাহিনী মাঠে নেমেছেন। দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী টহল দিতে দেখা গেছে।

সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪১১৪ জন, এর মধ্য মৃত্যুবরন করেছে ১৮৯৩১ জন, চিকিৎসাধীন আছেন ২৯৫৯৯৩ জন ও ১০৯১৯০ জন সুস্থ্য হয়েছেন। সৌদি আরবে প্রথম ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতালীতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮২০ জন ও আক্রান্ত হয়েছে ৬৯১৭৬ জন। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭৮৪ জন ও মোট আক্রান্তের সংখ্যা ৫৪৯৩৫ জন। অপরদিকে স্পেনে মৃত্যু হয়েছে ২৯৯১ জনের ও আক্রান্তের সংখ্যা ৪২০৫৮ জন। ইরানে মৃত্যুবরন করেছে ১৯৩৪ জন ও আক্রান্ত হয়েছে ২৪৮১১ জন।