করোনা ভাইরাস আক্রান্ত নিয়ে আশার বাণী

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৫১১ জন ও ১৮৯ জন। ইতিমধ্য সৌদি আরবে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। আর বাকিরা চিকিৎসাধীন আছেন। অপরদিকে কুয়েতে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩০ ও বাকিরা চিকিৎসাধীন আছেন। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯৪ জন। এর মধ্য সুস্থ্য হয়েছেন ৩৩ জন। এই পরিসংখ্যান থেকে দেখা যায় আল্লাহর রহমতে দেশ ৩টিতে এখনো কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। এই ৩ দেশের সরকার আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেছেন কিংবা সঠিক চিকিৎসা হচ্ছে বলেই মৃত্যুর হার এখন পর্যন্ত শূন্য। অপরদিকে গত ২৪ ঘন্টায় সৌদি আরবে নতুন কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। একইভাবে কাতারেও নতুন কোন রোগী শনাক্ত হয়নি গত ২৪ ঘন্টায়। তবে গত ২৪ ঘন্টায় কুয়েতে ১ জন নতুন আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এর থেকে প্রতিয়মান হয় যে, সঠিক চিকিৎসা সেবা পেলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থ্য হবার সম্ভাবনা একশত ভাগ। কাজেই করোনা নিয়ে অহেতুক ভয় না পেয়ে এর থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞদের পরামর্শগুলি মেনে চলি ও আক্রান্ত হওয়ার লক্ষন দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হই আর মাহান রাব্বুল আলামীনের সাহায্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *