করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভৈরবে ১ জন মারা গেছেন

কিশোরগঞ্জের ভৈরবে করোনা আক্রান্ত হয়ে একব্যক্তি মারা গেছেন। তিনি গত ২৮শে ফেব্রুয়ারী ইতালী থেকে এসেছেন ও দুই দিন আগে ভৈরবে স্থানীয় একটি হসপিটালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ও আজ সকালে তিনি মারা যান। ইতালী থেকে এসে তিনি সারা এলাকা জুড়ে চলাচল করেছেন ও স্থানীয়ভাবে অবাধে মেলামেশা করেছেন। ঢাকা থেকে খবর পেয়ে আইইডিসিআরের একটি দল মৃত ব্যক্তিকে দাফন করতে ও তার করোনা ছিল কিনা তা পরীক্ষা করতে এখন ভৈরবেই আছেন।

মৃতব্যক্তি যে হসপিটালে মারা গেছেন সেই হসপিটালসহ ভৈরবে দুটি হসপিটাল লকডাউন ঘোষনা করা হয়েছে। ওই ব্যক্তি যেখানে বাস করেছেন সেই এলাকাও লকডাউন করা হয়েছে।