করোনা নিয়ে বিশ্ব সংবাদ

জার্মানিঃ জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল ১৪ দিনের কোয়ারেন্টাইনে গেছেন। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮৭৩ জনে ও ইতিমধ্য মৃত্যুবরন করেছে ৯৪ জন।
ইতালীঃ দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬০০ জনের ওপরে। মোট আক্রান্তের সংখ্যা ৫৯১৩৮ জন, মৃতের সংখ্যা ৫৪৭৬ জন ও ইতিমধ্য সুস্থ্য হয়েছে ৭০২৪ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যার দিক থেকে ইতালী ১ম স্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের আক্রমন ভয়াবহ আকার ধারন করেছে। দেশটিতে ৩৪৭৫৮ জন আক্রান্ত হয়েছে, মৃত্যুবরন করেছে ৪৫২ জন। শুধু গত ২৪ ঘন্টায়ই মৃতুবরন করেছে ৩৩ জন। নিউ ইয়র্কের অবস্থা খুবই সূচনীয় আকার ধারন করেছে ও এই রাজ্যে লকডাউন করা হয়েছে। নিউ ইয়র্কে আজ ভোরে করোনা আক্রান্ত হয়ে ১ বাংলাদেশী মারা গেছে। এর আগেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একই রাজ্যে ২ বাংলাদেশী মারা যাবার খবর দেওয়া হয়েছিল।
সৌদি আরবঃ সৌদি আরবে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। ২১ দিন এই কারফিউ বলবৎ থাকবে। দেশটিতে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১১ জন।
কুয়েতঃ মধ্যপ্রাচ্যের এই ছোট দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮৮ জন। করোনা নিয়ন্ত্রনে দেশটিতে বিকাল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। সেখানে সরকারীভাবে ছুটি চলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ও অধিকাংশ বেসরকারী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেখানে।
কলম্বিয়াঃ দেশটির একটি জেলখানায় করোনা আতষ্ক ছড়িয়ে পড়লে দাঙ্গায় ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলঃ মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৬৭ জন ও মোট আক্রান্তের সংখ্যা ১২৩৮ জন। এর মধ্য মৃত্যুবরন করেছে ১ জন।
ভারতঃ ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪২৫ জন ও এর মধ্য মৃত্যুবরন করেছে ৮ জন। ভারতের অধিকাংশ রাজ্যে শীঘ্রই লকডাউন করার প্রস্তুতি চলছে।

সারাবিশ্বে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩৯৭৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্য মৃত্যুবরন করেছে ১৪৭০৪ জন ও সুস্থ্য হয়েছেন ৯৯০১৬ জন। আর বিশ্বের ১৯২টি দেশ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত দেখা যায় যে সমস্ত দেশের তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াসের নীচে রয়েছে সেই দেশগুলিতেই আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশী। বাংলাদেশসহ দক্ষিন এশিয়ার অধিকাংশ দেশে ২৫ ডিগ্রী সেলসিয়াসের ওপরে তাপমাত্রা থাকায় তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা অনেক কম। বাংলাদেশের তাপমাত্রা এখন ২৫ ডিগ্রীর ওপরে থাকায় করোনা ভাইরাস সংক্রমনের হার অনেক কম বলে প্রতিয়মান হয়।