বাংলাদেশসহ সারাবিশ্বের করোনা ভাইরাসের সর্বশেষ খবর

বিডি খবর ৩৬৫ ডটকমঃ
এই রিপোর্ট লেখা পর্যন্ত সারাবিশ্বের ১৮৮টি দেশ ও টেরিটরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩১৮৬৪৯ জন, মৃতের সংখ্যা ১৩৬৭৫ জন, সুস্থ্য হয়ে ফিরেছেন ৯৬০০৬ জন ও চিকিৎসাধীন আছেন ২০৮৯৬৮ জন। আক্রান্তদের মধ্য শষ্কটজনক অবস্থায় আছে ১০১৪২ জন। প্রতিনিয়তই বেড়ে চলেছে এই ভাইরাসে আক্রান্তের ছোবল। সারাবিশ্বের তাপমাত্রা পর্যালোচনা করলে দেখা যায় যে দেশগুলি বেশি আক্রান্ত হয়েছে সেই দেশগুলির তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াসের নীচে। আবার যে সমস্ত দেশে ২০ ডিগ্রী সেলসিয়াসের বেশী তাপমাত্রা রয়েছে সেই দেশগুলিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। নিন্মে কয়েকটি দেশের আক্রান্তের সংখ্যা ও সেদেশের তাপমাত্রা দেওয়া হল
দেশের নাম | তাপমাত্রা (সেলসিয়াস) | আক্রান্তের সংখ্যা | মৃতের সংখ্যা |
চীন | ১৭ | ৮১০৫৪ | ৩২৬১ |
ইতালী | ১৪ (মিলান), ২০ (রোম) | ৫৩৫৭৮ | ৪৮২৫ |
স্পেন | ১৩ | ২৮৫৭২ | ১৭৫৩ |
ইউএসএ | ৩ | ২৭০৩১ | ৩৪৯ |
জার্মানী | ৬ | ২৩৯৩৭ | ৯৩ |
ইরান | ১৩ | ২১৬৩৮ | ১৬৮৫ |
ফ্রান্স | ৯ | ১৪৪৫৯ | ৫৬২ |
কুয়েত | ২০ | ১৮৮ | ০ |
বাংলাদেশ | ২৬ | ২৭ | ২ |
ভারত | ২৯ | ৩৯১ | ৭ |
মালয়েশিয়া | ২৭ | ১৩০৬ | ১০ |
অস্ট্রেলিয়া | ১৫ | ১৩৫৩ | ৭ |
সিঙ্গাপুর | ২৮ | ৪৫৫ | ২ |
নাইজেরিয়া | ৩৬ | ২৭ | ০ |
আজও দেশে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এদের ২ জন পুরুষ ও ১ জন নারী। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। আজ ২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে, ইতিপূর্বে মারা গেছে ২ জন আর আগেই ৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। এখন চিকিৎসাধীন আছেন ২০ জন। এই তথ্য দিয়েছে আইইডিসিআর। অপরদিকে সিলেটে শহীদ সামসুদ্দিন হাসপাতালে ১০ দিনের জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে ৪ঠা মার্চ ইংল্যান্ড থেকে আসা ও ২০শে মার্চ ভর্তি হওয়া এক মহিলা আজ মৃত্যুবরন করেছে। তার করোনা টেস্টের ফলাফল এখনো পাওয়া যায়নি। অপরদিকে খুলনা সরকারী হাসপাতালে জ্বর, কাশি ও নিমোনিয়ায় আক্রান্ত ২ জন মারা গেছেন আজ। এই ২ জনেরও করোনা টেস্ট করা হয়নি। আজ জ্বর থাকায় বিমান বন্দর থেকে আরো ৩ জনকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে।