করোনা ভাইরাস নিয়ে মধ্যপ্রাচ্যের টুকিটাকি খবর
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
ইরানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০৬১০, মৃত্যুবরন করেছে ১৫৫৬ জন, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯৬৬ জন ও মৃত্যু হয়েছে ১২৩ জনের। কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৭৬ জন ও গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৭ জন। কুয়েতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়িয়ে আগস্ট পর্যন্ত করা হয়েছে। সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯২ জন ও গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪৮ জন। বাহরাইনে আক্রান্ত হয়েছে ৩১০ জন, ইতিমধ্য মারা গেছে ১ জন ও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১২ জন। সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত হয়েছে ১৫৩ জন, মৃত্যুবরন করেছে ১ জন আর গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ জন। আমিরাতে সমূদ্র সৈকত, পার্ক, সুইমিং পুল ও সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারে আক্রান্ত হয়েছে ৪৮১ জন ও গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১১ জন। দেশটিতে করোনা ভাইরাস সংক্রান্ত নির্দেশনা অমান্য করায় শনিবার ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওমানে আক্রান্ত হয়েছে ৫২ জন ও গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৪ জন।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৫ জন। দেশটিতে কারফিউ জারি করে সাইরেন বাজানো হচ্ছে। লেবাননে ২৩০ জন আক্রান্ত হয়েছে, এর মধ্য ৪ জন মৃত্যুবরন করেছে আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৩ জন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রনে আনতে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। ফিলিস্তিনে আক্রান্তের সংখ্যা ৫২ জন ও মৃত্যুবরন করেছে ৪ জন। ইরাকে মোট আক্রান্তের সংখ্যা ২১৪ জন, মৃত্যুবরন করেছে ১৭ জন ও গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬ জন। ইরানে আক্রান্ত হয়েছে ২০৬১০ জন, মৃত্যুবরন করেছে ১৫৫৬ জন, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরন করেছে ১২৩ জন ও আক্রান্ত হয়েছে ৯৬৬ জন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেন ও সিরিয়ায় আক্রান্তের কোন খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইসরায়িলে আক্রান্তের সংখ্যা ৮৮৩ জন, মৃত্যুবরন করেছে ১ জন ও ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৮ জন।