আজ থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে কুয়েতে কারফিউ

কুয়েত থেকে সাদেক সাখাওয়াৎ হোসে্ন, বিডি খবর ৩৬৫ ডটকমঃ
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে আজ থেকে কারফিউ শুরু। কুয়েতের স্থানীয় সময় বিকাল ৫টা থেকে ভোর পর্যন্ত প্রতিদিন এই কারফিউ চলবে। কারফিউ অমান্য করলে ৩ বছরের জেল ও জরিমানা করা হবে বলে কুয়েত সরকারের পক্ষ থেকে সেদেশে বসবাসরত সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। দেশটিতে করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারী ছুটি চলছে এবং এই ছুটি আরও ২ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। কুয়েতের শিক্ষা মন্ত্রনালয় সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগস্ট মাস পর্যন্ত বাড়িয়েছে। কুয়েতে সকল আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বেসরকারী প্রতিষ্টান সমূহের অধিকাংশ বন্ধ রয়েছে।

ক্ষুদ্র ও স্বল্প জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭৬ জন, এর মধ্য সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ২৭ জন ও চিকিৎসাধীন আছেন ১৪৯ জন। আর ক্রিটিকেল অবস্থায় আছে ৫ জন। উল্লেখ্য ইরান ভ্রমন করা কুয়েতি নাগরিকদের মাধ্যমে দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমন ঘটে। কুয়েত সরকার ইতিমধ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কে দ্রুত চিকিৎসা সামগ্রী সরবরাহ করার জন্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে।