দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে নানা ধরনের গুজব

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাল মন্দ দুই ধরনের কথাবার্তাই লেখা হচ্ছে। অনেকে করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে দিনরাত নানা ধরনের করনীয় লিখে যাচ্ছেন। মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। খুবই ভাল উদ্যোগ। আবার অনেকে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে যা আসলে রাজনীতিরই অংশ। তবে এই মহামারি নিয়ে রাজনীতি করা মোটেও কাম্য নয়।
চীন, ইতালী কিংবা আমেরিকাতেও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। এই সব দেশেও ব্যপক আক্রান্ত ও প্রানহানি ঘটেছে এবং ঘটছে। বাংলাদেশেও করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্য ১ জন মারাও গেছে। আমাদের দেশের অবস্থা ও সামর্থ অনুযায়ী সরকার এই ভাইরাসে আক্রান্ত ও প্রানহানি কমাতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে এবং নিচ্ছে। এই উদ্যোগগুলি হয়তবা অপ্রতুল। তবে রাতারাতি আমরা আমেরিকা কিংবা কানাডা হয়ে যেতে পারবো না।


সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রান্ত কিংবা মৃত্যুর সংখ্যা নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অডিও ও ভিডিও ভাইরাল হয়েছে তাতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে। এইসবের উদ্দেশ্য হচ্ছে সরকারকে জনগনের কাছে হেয় করার চেষ্টা করা। আমেরিকাতে এ পর্যন্ত আড়াই শ এর বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। আমেরিকা কিংবা ইতালী কিংবা জার্মানির চিকিৎসা বিজ্ঞানের সক্ষমতা কি কম? সেখানে ব্যপকভাবে আক্রান্ত ও প্রানহানি ঘটছে কেনো?
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ১৮৩টি দেশ। এটি সারাবিশ্বে মহামারি আকার ধারন করেছে। বাংলাদেশও বিশ্বের বাইরে নয়। বিশ্বের অত্যান্ত ঘন বসতিপূর্ন দেশ হল বাঙ্গালদেশ। প্রতি বর্গমাইলে এখানে লোক সংখ্যা ১৮০০ এর বেশী। দেশ এখন পর্যন্ত আল্লাহর অসীম রহমতে নিয়ন্ত্রনে আছে। মৃত্যু কিংবা আক্রান্তের সংখ্যা কম বা বেশী হলে সরকারের পতন হয়ে যাবে না। করোনা ভাইরাস দেশের সকল মানুষের জন্যই সমস্যা। কাজেই আসুন কোন একজন গুজব রটনাকারীর ওপর বিশ্বাস না করে সরকারের দেওয়া তথ্যের ওপরই বিশ্বাস করি। জনগনকে এই মহা দুর্যোগে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কি কি করনীয় তা নিয়ে আরো বেশী লেখি, জনগনকে সচেতন করি। নেতি বাচক প্রচারনা থেকে বিরত থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *