দেশে নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ৩ জনই একই পরিবারের। এদের একজন মহিলা ও অপর ২ জন শিশু। এরা ইতালী থেকে আগে আসা করোনা ভাইরাস আক্রান্ত একজনের স্বজন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিকে করোনার বিস্তার রোধ ও এর থেকে রেহাই পেতে শিক্ষা মন্ত্রনালয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। ফলে কাল থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারসহ দেশের সকল মানুষের ভাবনার পরিপেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৫ জন। এর মধ্য ৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন এবং ২ জন চিকিৎসাধীন ছিলেন। আর আজ আরও ৩ জন শনাক্ত হওয়ায় এখন মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ জন। ইতালী থেকে আগত করোনা আক্রান্ত বাংলাদেশীদের মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে দেশে। বিশ্বের ১৫৮টি দেশে ইতিমধ্য এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনের পর ইতালীতে এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশী। সোমবার দুপুর ৩টা পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৭০১৯২ জন এবং মৃত্যু হয়েছে ৬৫২৬ জন। চিকিৎসাধীন আছেন ৮৫৮৮০ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭৭৭৮৬ জন। আর চিকিৎসাধীনের মধ্য আশষ্কাজনক অবস্থায় আছেন ৫৯২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *