রবিবার শনাক্ত করোনা আক্রান্ত ৩ জন শষ্কামুক্ত বলে জানিয়েছে আইইডিসিআর
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
রবিবার আইইডিসিআর বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনকে সনাক্তের কথা জানিয়েছিল। এদের মধ্য দুইজন সম্প্রতি ইতালি সফর করে এসেছেন। অন্যজন তাদের স্বজন এবং তিনি অপর দুইজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন বলে জানা গে্যেছিল। শনাক্ত ৩ জনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরা সকলেই শষ্কামুক্ত আছেন বলে আজ আইইডিসিআর থেকে জানানো হয়েছে।
আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো জানান, রোগীর সংস্পর্শে থাকা চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও আইসোলেশনে রয়েছেন আরো আটজন। সারা বিশ্বে এই পর্যন্ত ৪১০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে। আর আক্রান্ত হয়েছে ১ লক্ষ ১০ হাজার মানুষের বেশী। এর কোন প্রতিষেধক এখন পর্যন্ত আবিস্কার হয়নি।