কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১০ জন। এই নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৬ জনে। আক্রান্তদের সকলকেই একটি বিশেষায়িত হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সেখানে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে জারি করা একটি নোটিশে সেদেশে বসবাসরত সকলকে জনাকীর্ন স্থানে যাতায়ত পরিহার করতে বলা হয়েছে এবং সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। কুয়েত বিমান বন্দর ব্যবহারকারী সকলকে একটি অতিরিক্ত ঘোষনাপত্রে স্বাক্ষর করতে হচ্ছে।

কুয়েতের পাবলিক হেলথ আন্ডার সেক্রেটারী বুথাইনা আল মোদাফ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, নতুন করে আক্রান্তরা ইরান থেকে এসেছেন। দেশটিতে করোনা ভাইরাস কোবিদ-১৯ এ আক্রান্তরা সকলেই স্থিতিশীল অবস্থায় আছে। ৪টি বিমানে করে ইরান থেকে আসা ৪৩৪ জন কুয়েতি ও থাইল্যান্ড থেকে ফিরে আসা ১৮৯ জন কুয়েতিকে গ্রহন করার জন্য কুয়েতি স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত থাকবেন এবং আগত কুয়েতিদের প্রয়োজনীয় টেস্ট সম্পূর্ণ করবেন। এই অবস্থার পরিপেক্ষিতে কুয়েতের এডুকেশন মিনিস্ট্রি আরো দুই সপ্তাহ সেদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার চিন্তা ভাবনা করছে। এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রনালয় ক্রমবর্ধমান চাহিদার পরিপেক্ষিতে আরো ৩৬ লক্ষ মাস্ক আমদানি করবে বলে জানিয়েছে। সূত্রঃ গালফ নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *