মধ্যপ্রাচ্যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
চীনসহ সারা বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এই পর্যন্ত ৪০টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এর উৎপত্তিস্থল চীনে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশ। প্রাণঘাতী এ ভাইরাস ইতোমধ্যে সারাবিশ্বে মৃত্যু ঘটিয়েছে ২ হাজার ৭৬৩ জনের। যাদের মধ্যে ২ হাজার ৭১৫ জনই মারা গেছেন চীনে। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তাদের মধ্যে ইরানে ১৫ জন মারা গেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯০ জনে। দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী এবং একজন এমপিও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দক্ষিণ কোরিয়ায় ১২ জন, ইতালিতে ১১ জন, জাপানে ৫ জন, হংকংয়ে ২ জন এবং ফিলিপিন্স, ফ্রান্স ও তাইওয়ানে একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। ছোট দেশ কুয়েতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ জন। দেশটিতে আতংস্ক বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের অন্যদেশগুলি ইরানের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের সাথে সীমান্তও বন্ধ করে দিয়েছে প্রতিবেশী আরব দেশগুলি। ইরানের ১০টি প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। স্থবির হয়ে পড়েছে ইরানের জনজীবন।
চীনের পর দক্ষিন কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশী। এখানে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৪৬ জন। এর পরেই আক্রান্তের সংখ্যার দিক থেকে বেশী রয়েছে ইটালীতে। ইটালী থেকে এই ভাইরাস ইরোপের অন্যান্য দেশ ও দক্ষিন আমেরিকায়ও ছড়িয়ে পড়ছে। সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯৭০ জন। এর মধ্যে শুধু চীনেই রয়েছে ৭৮ হাজার ৬৪ জন। দক্ষিন কোরিয়ার ১৮ জন সেনা সদস্যও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্য ১ জন আমেরিকার সৈন্যও রয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক আবিস্কার হয় নাই। বিশ্বের সর্বত্র এই ভাইরাস নিয়ে উদ্ভেগ-উৎকণ্ঠা চলছে।