বাগদাদের গ্রীনজোনে আমেরিকার দূতাবাস লক্ষ করে আবারো রকেট হামলা
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
ইরাকের রাজধানী বাগদাদে আবারও রকেট হামলা হয়েছে। রোববার সকালে বাগদাদে অবস্থিত আমেরিকান দূতাবাসের কাছে রকেট এসে পড়ে। কে বা কারা এই রকেট হামলা চালিয়েছে তা স্বীকার করে কোন পক্ষ থেকে বক্তব্য আসেনি। তবে আমেরিকার সন্দেহ তারা ইরানের সমর্থন পুষ্ট হাসেদ আল সাবি গোষ্ঠী হতে পারে। এই হামলায় হতাহতের খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সংবাদমাধ্যমে সূত্র থেকে দাবি করা হয়েছে বাগদাদের গ্রিন জোনের সর্বোচ্চ নিরাপত্তা এলাকাতেই এই হামলা হয়েছে। পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গত অক্টোবর থেকে এটি ১৯তম হামলা। বাগদাদে ইরাকি বাহিনীর সঙ্গে প্রায় ৫২০০ আমেরিকার সৈন্যও রয়েছে। গত ডিসেম্বর মাসে এমনই এক হামলার জবাব দিয়েছিল আমেরিকা। ড্রোন হামলায় তখন নিহত হয়েছিল ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সুলেমানি। কাসেম সুলেমানির মৃত্যুর পর প্রতিশোধ হিসাবে ইরান ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে ব্যপক ক্ষয়ক্ষতি করে। এই হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছিল বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। তবে সেই সময় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি অস্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প। পরে অবশ্য ক্ষয়ক্ষতির বিষয়টি আংশিক স্বীকার করে বক্তব্য দেয় ট্রাম্প প্রসাশন।