ভয়াবহ সাইবার হামলার কবলে ইরান

বিডি খবর ৩৬৫ ডটকমঃ
সাইবার হামলায় ইরানের ২৫ শতাংশেরও বেশি ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে। এই সাইবার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানের তেহরান। দেশটির টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির উপমন্ত্রী হামিদ ফাত্তামি জানান, ইরানের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বড় সাইবার হামলা চালিয়েছে ভাড়াটে হ্যাকাররা। এই সাইবার হামলায় হ্যাকারদের নিশানায় ছিল ইরানের লক্ষ লক্ষ সাইবার কেন্দ্র। তবে বিপর্যয় ভয়াবহ আকার নেওয়ার আগেই তা রুখে দিতে সক্ষম হয়েছে ইরানের তথ্য প্রযুক্তি এক্সপার্টরা।

ইরানের ধারনা যুক্তরাষ্ট্র ভাড়াটে হেকার দিয়ে এই হামলা চালিয়েছে। ইরান অভিযোগ করছে মিশাইল হামলার বদলা নিতে ‘ভাড়াটে’ হ্যাকার দিয়ে দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি নির্ভর সবরকম যোগাযোগ ব্যবস্থাকে নষ্ট করে দিতেই এই সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সূত্র থেকে জানা গেছে ২০১৮–২০১৯ সালের মধ্যে ইরানে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ সাইবার হামলার চেষ্টা প্রতিহত করেছে ইরানের তথ্যপ্রযুক্তিবিদরা। তবে তবে বিশেষজ্ঞরা বলছেন এযাবতকালের মধ্য এটিই সবচেয়ে ভয়াবহ সাইবার হামলা।