নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ দালালের কারাদন্ড

বিডি খবর ৩৬৫ ডটকমঃ
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের উৎপাতে স্বাভাবিক নিয়মে পাসপোর্ট করতে বাধাগ্রস্ত হচ্ছিল পাসপোর্ট আবেদনকারীরা। দিন দিন দালালের উৎপাত বেড়েই চলছিল। নরসিংদী আঞ্চলিক অফিসে কেউ নতুন পাসপোর্ট কিংবা নবায়ন করতে আসলেই দালালের খপ্পরে পড়তে হয়। স্বাভাবিক নিয়মে কেউ পাসপোর্ট করতে গেলে দালালরা তাকে ঘিরে ধরে ছলে বলে কৌশলে অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার জন্য প্রলোবন দেখাতো। এই দালাল চক্রের সাথে উক্ত অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজস রয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। দালালের মাধ্যমে পাসপোর্ট করলে ৪ থেকে ৫ হাজার টাকা বেশী লাগে। আবার অনেক দালাল অতিরিক্ত টাকা নিয়েও স্বাভাবিক নিয়মে পাসপোর্ট করলে যে সময় লাগে সেই একই সময়ে পাসপোর্ট প্রদান করে থাকে। অনেক দালাল টাকা নিয়ে পালিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। কতিপয় অসাধু কর্মকর্তাকে কেন্দ্র করে এই দালাল চক্র গড়ে উঠেছে। তবে এই সব কর্মকাণ্ড অফিস চত্তরেই হচ্ছিল দীর্ঘদিন ধরে।

আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত উক্ত পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৪ দালালকে হাতেনাতে ধরে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত দালালরা হলো মো: মাঈন উদ্দিন, নজরুল ইসলাম, রিয়াজুল মিয়া ও আমীর বাদশা। এছাড়া এই দালাল চক্রের সাথে যোগসাজস থাকায় উক্ত পাসপোর্ট অফিসের কর্মকর্তা প্রনব কুমার দাসকে কারন দর্শানোর নোটিশ দিতে উপস্থিত উক্ত পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দেবনাথকে নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক। উক্ত অভিযানকালে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।