ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় হতাহত নিয়ে মিথ্যাচার করেছিলেন ট্রাম্প

বিডি খবর ৩৬৫ ডটকমঃ
গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছিল ইরান। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, ওই হামলায় কোন মার্কিন সেনা হতাহত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট নিজে এই তথ্য জানিয়েছিলেন। যদিও অন্যান্য বিশ্ব মিডিয়ায় বলা হয়েছিল ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সেনাঘাটিতে ইরানের মিসাইল হামলায় ব্যপক ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে। হতাহতদের মধ্য থেকে প্রায় ৩০০ জনকে ইসরায়িলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

পরে যুক্তরাষ্ট্র স্বীকার করে ইরানের হামলায় তাদের ১১ জন সৈন্যের মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা হয়েছে। তারপর এই সংখ্যা আরো কয়েকবার পরিবর্তন করে জানানো হয় ইরানের মিসাইল হামলায় তাদের যথাক্রমে তাদের ৩৪, ৫০ ও ৬৪ জন সেনা মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হয়েছে। আর সর্বশেষ সোমবার পেন্টাগন জানায় তাদের ১০৯ জন সৈন্যে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় আছে। সোমবার বিবিসি এই সংবাদ পরিবেশন করেছ। কাজেই হামলার পর হতাহতের সংখ্যা নিয়ে ডুনাল্ড ট্রাম্প মিথ্যাচার করেছিল তা প্রমানিত হল।