ফলাফল প্রত্যাখ্যন করে রবিবার বিএনপির হরতালের ঘোষনা, মালিকদের যানবাহন চালানোর ঘোষনা

সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় দুই সিটির ভোট গ্রহন। ভোট গ্রহনকালে দুই সিটির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটার উপস্থিতি কম পাওয়া যায়। কোথাও কোন অনিয়ম চোখে পড়েনি। প্রায় সকল কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে অনিয়মের নানা ধরনের অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

সিটি নির্বাচনে যারা ভোট প্রদান করেছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে। প্রায় সকলেই বলেছেন ইভিএমের মাধ্যমে অতি অল্প সময়েই ভোট দিতে পেরেছেন তারা। ইভিএমে ভোট কারচুপির সুযোগ একেবারে নাই বললেই চলে। আর এবারই বড় কোন নির্বাচনের সকল কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

বিকাল ৪টায় ভোট গ্রহন শেষ হবার পর কেন্দ্র ভিত্তিক আংশিক ফলাফল আসতে থাকে। প্রাথমিকভাবে আসা ফলাফলে দেখা যায় দুই সিটিতেই আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে আছেন। সময়ের সাথে সাথে আরো কেন্দ্রের ফলাফল আসতে থাকলে এই ব্যবধান বাড়তে থাকে। আর এই সময় বিএনপি নেতৃত্ব বুঝতে পারে যে মেয়র পদে তাদের দুই প্রার্থীই ব্যপক ভোটে হেরে যাচ্ছেন। আর তখন থেকেই তারা নানা ধরনের অলিক অভিযোগ করতে থাকেন ভোট গ্রহন, ইভিএম ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে। রাত আটটার সময় তারা ভোটের ফলাফল প্রত্যাখ্যন করে রবিবার রাজধানীতে সকাল সন্ধ্যা হরতাল ডাকেন। বিএনপির হরতাল ঘোষনার পর পরিবহন মালিকদের পক্ষ থেকে যানবাহন চলাচল অব্যহত রাখার ঘোষনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *