আবারও শৈত্য প্রবাহ আসছে, সোমবার থেকে আবার তাপমাত্রা কমবে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ
আবারো আসছে শৈত্য প্রবাহ। সোমবার থেকে আবার তাপমাত্রা কমবে বলে আবহাওয়া সূত্র থেকে জানা গেছে। একটানা প্রায় এক মাস শীত চলার পর শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে থাকে। ফলে শনি ও রবিবার শীতের তীব্রতা কমে আসে। তবে সোমবার থেকে আবার কমে দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১২ ডিগ্রীতে নেমে আসতে পারে এবং যা মঙ্গলবার ১১ ডিগ্রীতে নেমে আসতে পারে। ফলে আরো কিছুদিন দেশে শীতের মোকাবেলা করতে হবে জনসাধারনকে।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে একনাগারে শীতের কবলে সারাদেশ। যা আরো কয়েকদিন অব্যহত থাকবে বলে আবহাওয়া সূত্র থেকে জানা গেছে। গত ১০/১৫ বছরের মধ্য দেশে এবারই শীত দীর্ঘ স্থায়ী হল। তেতুলিয়াসহ দেশের কিছু অঞ্চলে এবার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৮ ডিগ্রী সেলসিয়াস।