ঢাবি ছাত্রীকে ধর্ষনে জড়িত যুবক গ্রেপ্তার
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
রবিবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটুলা বাসস্ট্যান্ডে ঢাবির ছাত্রী ধর্ষণকারী যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ধর্ষক একজন ভবঘুরে ও সে মাঝেমধ্যে ফুটপাতে হকারী করে। কুর্মিটুলা এলাকায় সে চুরি-ছিনতাইও করে থাকে। তার বয়স ২৮ ও গ্রামের বাড়ি নোয়াখালী। মাঝে মধ্য সে কুর্মিটুলা এলাকায় পরিত্যক্ত ট্রেনেও রাত্রি যাপন করে থাকে। গাজীপুরের টঙ্গি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে।
ধৃত যুবককে ধর্ষিত ছাত্রীর সামনে হাজির করা হলে তাকেই ধর্ষক হিসাবে সনাক্ত করে সে। ধর্ষকের শারীরিক গঠনের যে বর্ননা ধর্ষিতা দিয়েছিল এই যুবকের সাথে তার হুবহু মিল আছে। ধর্ষকের সামনের দুটি দাঁত নাই বলে ধর্ষিতা জানিয়েছিল। এই যুবকেরও সামনের দুটি দাঁত নাই। গ্রেপ্তার যুবকের কাছে মেয়েটির মোবাইল পাওয়া গেছে।