ভারতের ছত্তিশগড়ে নিজেদের মধ্য গোলাগুলিতে ৬ সৈন্য নিহত

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

ভারতের ছত্তিশগড়ে নিজেদের মধ্য গোলাগুলিতে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে। নিজেদের মধ্য তর্কাতর্কির এক পর্যায়ে এক পুলিশ সদস্য তার নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালালে ঘটনা স্থলেই পুলিশের ৪ সদস্য নিহত হয় এবং পরে সে নিজেও রাইফেল দিয়ে আত্নঘাতী হয়। এছাড়াও এই ঘটনায় পুলিশের আরো কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

সংগৃহীত

আনন্দ বাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। নারায়ণপুরের আইটিবিপি’র ৪৫ তম ব্যাটালিয়নের কাদেনার শিবিরে এই এই ঘটনা ঘটেছে। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেন, ‘এক জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে অন্যান্য জওয়ানদের লক্ষ্য করে গুলি চালান।’  এই হত্যাকাণ্ডের খবর পেয়েই এলাকায় যান জেলার পুলিশকর্তারা। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *