গুটিকয়েক নেতার জন্য যুবলীগের বদনাম- হারুন অর রশিদ
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
আওয়ামী যুবলীগের বিদায়ী সাধারন সম্পাদক হারুন অর রশিদ বলেছেন, গুটিকয়েক নেতার জন্য যুবলীগের বদনাম হয়। যুবলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী স্বার্থহীনভাবে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নির্দেশে অবিরাম কাজ করে চলেছেন। তারা বঙ্গ বন্ধু ও তার মেয়ে শেখ হাসিনাকে ভালভেসে জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনেরদিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আজ রাজধানীর সোহরাওয়ার্দী ময়দানে যুবলীগের ৭ম জাতীয় সম্মেলনে এইসব কথা বলেন।
এর আগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা যুবলীগের এই সম্মেলন উদ্ভোধন করেন। হারুন অর রশিদ বলেন, যুবলীগের কতিপয় নেতা লোভ লালসার কারনে ক্যাসিনোতে জড়িয়ে পড়লে সারা দেশব্যপী এর সমালোচনা চলে। মঞ্চে শেখ হাসিনার উপস্থিতে হারুন অর রশিদ বলেন, ‘আপনি (শেখ হাসিনা) আমাদেরকে শিখিয়েছেন, রাজনীতি নেওয়ার জন্য নয়, রাজনীতি দেওয়ার জন্য, যা যুবলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী পালন করে আসছে।’
তিনি আরো বলেন, আমি আশা করছি এই সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন কমিটি গঠিত হবে তা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো সামনেরদিকে এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার পর প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষনা করা হয়। পরে চয়ন ইসলামকে আহবায়ক ও হারুন অর রশিদকে সদস্য সচিব করে যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।