অঘোষিত পরিবহন ধর্মঘটে সারাদেশে অচল অবস্থা চলছে

বিডি খবর ৩৬৫ ডটকমঃ
১ লা নভেম্বর পাশ হয়েছে সড়ক পরিবহন আইন। দুই সপ্তাহ ধরে এই আইন নিয়ে জনসচেনতা তৈরী করে এর প্রয়োগ শুরু হয়েছে গেল সোমবার থেকে। আর এইদিন থেকেই পরিবহন মালিক ও শ্রমিকরা বিক্ষিপ্তভাবে অঘোষিত পরিবহন ধর্মঘট পালন করে আসছে। খুলনা, রাজশাহী, বরিশাল ও অন্যান্য শহরে মালিক শ্রমিকরা কোন রকম পূর্ব ঘোষনা না দিয়েই গাড়ী চলাচল বন্ধ রেখেছে। সোমবার ও মঙ্গলবার রাজধানীতে এর তেমন প্রভাব না পড়লেও বুধবার এর প্রভাব পড়েছে রাজধানীতে। মোটামুটি বুধবার সারাদেশেই অঘোষিত পরিবহন ধর্মঘট চলছে। ফলে ক্রমেই রাজধানীসহ সারাদেশে যানবাহনের অভাবে জনজীবন অচল হয়ে পড়েছে। ব্যপক ভোগান্তিতে পড়েছে রাজধানীসহ সারাদেশের মানুষ। পন্য পরিবহনে ব্যবহৃত যানবাহন চলাচলও কমে গেছে। ফলে পন্য পরিবহনেও সমস্যা হচ্ছে। রাজধানীর বিভিন্ন রাস্তা দিয়ে বাস না পেয়ে পায়ে হেটে লোকজনকে গন্তব্যে যেতে দেখা যাচ্ছে।
রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, শুধু টাউন সার্ভিসগুলিই চলাচল করছে। মাঝেমধ্য দুই একটি ইন্টার ডি্সস্ট্রিক গাড়ীও চলতে দেখা যায়। রাজধানীর সহ্নিহীত মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও নরসিংদী রোটের গাড়ীগুলি রাজধানীতে খুব বেশী আসছে না। মাঝেমধ্য দুই-একটি গাড়ী আসা যাওয়া করতে দেখা যায়। কোন রকমের পূর্ব ঘোষনা ছাড়াই সারাদেশে এই পরিবহন ধর্মঘট চলছে। তবে বাস চলাচল অনেক কম হলেও রাজধানীর অধিকাংশ স্থানে যানঝট দেখা যায়। এই অচল অবস্থা নিরসনে সরকার অঘোষিত আলোচনাও চালিয়ে যাচ্ছে। তবে এই অবস্থাকে কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনে রূপ দেওয়ার জন্যও ব্যপক তৎপরতা চলছে বলে আভাস পাওয়া যাচ্ছে।