যে কারনে পিঁয়াজের দাম কমতে শুরু করেছে
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
অবশেষে রবিবার থেকে দেশের বাজারে পিঁয়াজের দাম কমতে শুরু করেছে। রাজধানীর অনেক বাজার পরিদর্শন করে দেখা যায় ২০০ টাকায় পিঁয়াজ বিক্রি হচ্ছে। আবার অনেকস্থানে তার থেকে কম দামেও পিঁয়াজ বিক্রি হচ্ছে। রাজধানীর বাইরে অনেকস্থানে পিঁয়াজের কেজি ১৫০ টাকায় নেমে আসার খবর পাওয়া গেছে। চলতি সপ্তাহে পিঁয়াজের দাম আরো কমে যাবে বলে আশা করা হচ্ছে।
সেপ্টেম্বর মাসের শেষদিকে ভারত হঠাৎ করে পিঁয়াজ রপ্তানী বন্ধ করে দিলে বাংলাদেশের বাজারে পিঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত প্রতি কেজি পিঁয়াজের দাম ২৫০ টাকা ছাড়িয়ে যায়। চাহিদার তুলনায় পিঁয়াজ আমদানী না হওয়ায় ও পাইকারী বাজারে পর্যাপ্ত পিঁয়াজ না থাকায় তার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
এরই মাঝে সরকার ভারতের বাইরে অন্যান্য দেশে থেকে পিঁয়াজ আমদানী করতে তৎপরতা চালায়। ফলে তুরস্ক, উজবেকিস্তান ও পাকিস্তান থেকে ইতিমধ্য কিছু পিঁয়াজ আমদানী হয়েছে। কিন্তু তা চাহিদার তুলনায় অপ্রতুল। আরো বিপুল পরিমান পিঁয়াজ তুরস্ক থেকে এ সপ্তাহেই দেশে এসে পৌছবে। ফলে তার আগে থেকেই দাম কমা শুরু হয়ে গেছে। আবার শনিবার দিন প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে জানিয়েছেন, কার্গো বিমানে করে দ্রুত পিঁয়াজ আনা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তিনি জানিয়েছেন পিঁয়াজ বিমানে উঠে গেছে, ২/১ দিনের মধ্যই এসে পৌছাবে। আবার বাজারে পিঁয়াজের সরবরাহ কম ও দাম বেশী থাকায় অসময়ে চাষীরা নতুন পিঁয়াজ বিক্রি শুরু করে দিয়েছে। তাই বাজারে এর প্রভাব পড়েছে। অন্যদিকে দেশের অধিকাংশ মানুষ আগের তুলনায় পিঁয়াজের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনেছে। তাই পিঁয়াজের চাহিদা কমে যায় ও বাজারে এর প্রভাবে দাম কমতে শুরু হয়েছে।