৮ ফুট ২ ইঞ্চি নম্বা শের খানকে ভারতের কোন হোটেল গ্রহন করলো না

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

ভারতের লখনৌতে চলছে আফগানিস্তান ও ভারতের নারী ক্রিকেট সিরিজের খেলা চলছে। আর এই খেলা দেখতে আফগানিস্তানের কাবুল থেকে এসেছেন শের খান নামে এক ক্রিকেট ভক্ত। ভারতে পৌছেই তিনি হোটেল বুকিং দেওয়ার চেষ্টা করলেন। এক হোটেল থেকে আরেক হোটেলে গেলেন। কিন্তু কোথাও তিনি হোটেল বুকিং করতে পারলেন না।

কোন হোটেল কর্তৃপক্ষই তাকে হোটেলে সিট দিতে চাইলো না। শের খানের জন্য উপযুক্ত দৈর্ঘ্যের বিছানা ছিল না কোন হোটেলেই। কারন শের খানের উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি। ফলে শেষ অবদি শের খান থানায় আশ্রয় নেন। অবশেষে পুলিশের সহায়তায় একটি হোটে্লে উঠেছেন। আর এই অবস্থার জন্য শের খান ক্ষোভ প্রকাশ করেছেন। শের খানকে দেখতে হোটেলের সামনে প্রচুর মানুষ জমা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.