জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশী

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এইবার সাধারন শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে ২৯২৬২টি প্রতিষ্ঠানের ২৬৬১৬৮২ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০১৮ সালের তুলনায় এইবার ছাত্রছাত্রীর সংখ্যা সামান্য কমেছে। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে ২২৬০৭১৬ জন ও মাদ্রাসা বোর্ডের জেডিসিতে  ৪০০৯৬৬ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা হচ্ছে ২৯৮২টি কেন্দ্রে।

পরীক্ষার্থীদের মধ্য এইবার মেয়েদের সংখ্যা বেশী। এর মধ্য ১২২১৬৯৫ জন ছাত্র ও ১৪৩৯৯৮৭ জন ছাত্রী রয়েছে। বিদেশের ৯টি কেন্দ্রে মোট ৪৫৪ জন এই পরীক্ষায় অংশ গ্রহন করছে। পরীক্ষা হচ্ছে ৭টি বিষয়ে ৬৫০ নম্বরে। ইংরেজী বাদে বাকি সবগুলি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। আর এই পরীক্ষা উপলক্ষে সারাদেশের পরীক্ষা কেন্দ্রগুলিতে উৎসব আমেজ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *