ছাত্র ভিসায় ব্রিটেন গেলে কাজ করতে পারবে বিদেশী ছাত্ররা

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

সারা বিশ্ব থেকে অসংখ্য ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা গ্রহন করতে ব্রিটেনে যায়। ১৯১২ সালে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে উচ্চ শিক্ষা শেষে ব্রিটেনে বিদেশী ছাত্ররা ৪ মাস থাকতে পারবেন। এর মধ্য বিদেশী ছাত্রদেরকে ব্রিটেন ত্যগ করতে হবে। টেরেসা মে এর সময়কার এই আইন পরিবর্তন করে উচ্চ শিক্ষা শেষে বিদেশী ছাত্রছাত্রীদের ২ বছর থাকার ও কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কার্যকর করার কথা রয়েছে।

Image result for UK Higher study university and collegeএক প্রস্তাবে বলা হয়েছে, এর ফলে বিদেশী ছাত্ররা শিক্ষা শেষ করে ব্রিটেনে কাজ করে নিজেদের সক্ষমতা প্রকাশ করতে পারবে। আবার ব্রিটেনও সেরা বিদেশী ছাত্রদেরকে শিক্ষাশেষে সেদেশে চাকুরীতে নিয়োগদান করার মধ্য দিয়ে সেরা আউটপুট নিতে পারবে। এতে ব্রিটেন লাভবান হবে। কিন্তু ব্রিটেনের একটি অভিবাসী গ্রুপ এর বিরোধীতা করে আসছে।

তবে বিদেশী ছাত্ররা এই সুযোগ পেতে হলে তাদেরকে এমন সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে যারা অভিবাসন সংক্রান্ত নিয়মনীতি অতীতে কঠোরভাবে পালন করে আসছে। বিবিসি বাংলায় এ সমন্ধে বিস্তারিত লেখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *