পরিচয় গোপন রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় রোহিঙ্গা তরুনীকে বহিষ্কার
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
রোহিঙ্গা পরিচয় গোপন রেখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় এক রোহিঙ্গা তরুনীকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। এই রোহিঙ্গা তরুনীর নাম রাহিমা আক্তার ওরফে রাহী খুশী। আসল পরিচয় গোপন করে নকল জন্ম সনদ বানিয়ে ক্যাম্পের বাইরে গিয়ে শিক্ষা গ্রহণ ও বাংলাদেশি নাগরিকত্ব লাভ করেন রাহিমা আক্তার। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) তে এলএলবি অনার্সে পড়ছিলেন। আসল পরিচয় বের হওয়ার পর তাকে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার আসল পরিচয় বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১৯৯২ সালে রাহী খুশীর বাবা প্রান ভয়ে রাখাইন থেকে পালিয়ে এসে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন। আর ক্যাম্পেই রাহিমা আক্তারের জন্ম ও বেড়ে উঠা। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস ও মায়ের নাম মিনু আরা। কক্সবাজার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এসএসসি ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। সম্প্রতি জার্মান প্রতিষ্ঠান ডয়েচে ভ্যালী রাহী খুশীকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায় রাহী খুশী রোহিঙ্গা ক্যাম্পে সাক্ষাতকার নিচ্ছেন এনজিও কর্মী হিসাবে। এর পরই তার জন্ম নিবন্ধন ও পড়াশুনা নিয়ে আসল পরিচয় বের হয়ে যায়। বিষয়টি মিডিয়ায় চলে আসে।