নরসিংদী জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নে চলছে স্মার্ট কার্ড বিতরন

বিডি খবর ৩৬৫ ডটকমঃ
বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নরসিংদী জেলার রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরন শুরু হয়েছে। ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্ড বিতরনের কাজ। শনিবার প্রথম দিনে আমিরগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্গত আমিরগঞ্জ ও করিমগঞ্জ গ্রামের ভোটারদের মাঝে এই কার্ড বিতরন হয়। পর্যায়ক্রমে ৮-১৬ই সেপ্টেম্বর পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই স্মার্ট কার্ড বিতরন চলবে।
হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী বুথে এই কার্ড বিতরন হচ্ছে। এ উপলক্ষে ভোটাররা যাতে সুশৃংঙ্খলভাবে স্মার্ট কার্ড উত্তোলন করতে পারে সেই জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৯টা থেকে কার্ড বিতরন শুরু হয়। তবে সকাল ৮টা থেকেই ভোটারগন লাইনে দাঁড়িয়ে কাংঙ্খিত স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করতে থাকেন।
স্কুল মাঠে নারী পুরুষের ব্যপক সমারোহ ও অনেক লম্বা লাইন দেখা যায়। তবে এ উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে বিদ্যালয় মাঠে। মাঠটি ১ নং ওয়ার্ডের বাসিন্দাদের মিলন মেলায় পরিনত হয়েছে। আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খানসহ আওয়ামীলীগ ও অন্যান্য দলের ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা মাঠে উপস্থিত থেকে ভোটারদের সহযোগিতা করছেন।