বাংলাদেশ বিমানের ৩য় ড্রীম লাইনার গাংচিল উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের ৩য় ড্রীম লাইনার ‘গাংচিল’ এর শুভ উদ্ভোধন করেন। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সকাল ১১টায় ফিতা কেটে এটি উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বিমানটিতে আরোহন করে এর ভিতরের বিভিন্ন অংশ পর্যবেক্ষ‌ন করেন । এর আগে সম্প্রতি ড্রীম লাইনার ১ ও ২ বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়েছে।

ফাইল ফটো

আজই বিমানটি যাত্রী নিয়ে আবুদাবিতে উড়াল দেবার কথা রয়েছে। এটি বোয়িং ৭৮৭-৮ মডেলের এবং এতে ইন্টারনেটসহ অন্যান্য আধুনিক সুযোগ সুবিদা রয়েছে। গাঙচিল নামে এই বিমানের ২৭১টি আসনের মধ্যে বিজনেস ক্লাসের ২৪টি, বাকিগুলো ইকোনমি ক্লাসের আসন রয়েছে। গত ২৫শে জুলাই ৩য় ড্রীম লাইনারটি সিয়াটল থেকে বাংলাদেশে আসে। পরে প্রযোজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে আজই উদ্ভোধন করা হয় স্থানীয়ভাবে নাম দেওয়া গাংচিল নামক ড্রীম লাইনারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *