নাজিরুল ইসলাম রিফাত নামের ১২/১৩ বছরের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

রাজধানীর মিরপুরের পূর্ব আহমদ নগরের পাইকপাড়া থেকে ১২/১৩ বছর বয়সের একটি মাদ্রাসা ছাত্র নিখোঁজ। তার নাম নাজিরুল ইসলাম রিফাত ও পিতার নাম আল আমিন। তার বাসার ঠিকানা ১১৫, পূর্ব আহমদ নগর, পাইকপাড়া (মসজিদের গলি), মিরপুর ১২১৬।

মঙ্গলবার উক্ত মসজিদে আছরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। সে আমিন বাজারের একটি মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসাবে পড়াশুনা করে। ঈদের ছুটি শেষে বুধবার তার মাদ্রাসায় ফেরার কথা ছিল। ছেলেটির সন্ধান পেলে উক্ত ঠিকানায় পৌছে দেওয়ার জন্য বিশেষভাবে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মোবাইলঃ 01710828255 , 01674749421

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *